আজকাল মধুচন্দ্রিমার মধুর মুহূর্তের ছবি ফেসবুকে আপ করা ট্রেন্ডে পরিনত হয়েছে। এর মাধ্যমে হানিমুনটা কোথায় কাটাচ্ছেন তাও অন্যকে জানিয়ে দেওয়া যাচ্ছে।
ফেসবুক ব্যবহারকারীদের এই তথ্য ব্যবহার করে মধুচন্দ্রিমা কাটানোর কিছু জনপ্রিয় স্থান নির্বাচন করা হয়েছে। এ বছরের সেরা গন্তব্য নির্বাচিত হয়েছে যুক্তরাষ্ট্রের নাভাদা প্রদেশের রাজধানী লাস ভেগাস।
বিশ্বের বিভিন্ন প্রান্তের নব-দম্পত্তির কাছ থেকে এই তথ্য সংগ্রহ করা হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই প্রদেশের লাহাইনা ২য় এবং হনলুলু আছে ৩য় স্থানে। মেক্সিকোর প্লাইযা দেল কারমেন ও কানকুন যথাক্রমে ৫ম ও ৬ষ্ঠ স্থানে আছে।
তবে মধুচন্দ্রিমার জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্যের শীর্ষ দশে নেই কোনো ইউরোপীয় স্পট ।
ডোমিনিকান প্রজাতন্ত্রের পান্টা ক্যানা, জামাইকার মন্টেগু সৈকত, সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস এবং ব্রাজিলের গ্রামাদোও আছে শীর্ষ দশের মধ্যে। তুরস্কের আন্টালিও আছে সেরা আটে।
বিশ্লেষণে দেখা গেছে, স্পেনে বসবাসকারী দম্পতির একটা বড় অংশ যান নিউজিল্যান্ডে আর পেরুর নব দম্পতিদের প্রিয় স্থান থাইল্যান্ড।
মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের শীর্ষ হানিমুন স্পটের মধ্যে মালদ্বীপ আছে ১০ম স্থানে।
তথ্য সূত্রঃ মেইল অনলাইন, সহযোগীতায়ঃ অর্থসূচক