একটি দুর্নীতি মামলায় ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ৪ বছরের কারাদণ্ড ও ১০০ কোটি রুপি অর্থদণ্ড প্রদান করা হয়েছে। হিসাব বহির্ভূত সম্পত্তি রাখার অভিযোগে ৬৬ বছর বয়সী এই জনপ্রিয় এই নেত্রীকে শনিবার এ শাস্তি দিয়েছে ব্যাঙ্গালুরুর একটি আদালত। খবর জিনিউজ। জয়ললিতার সাথে দোষী সাব্যস্ত হয়েছেন তাঁর বান্ধবী শশীকলা ও আরও একজন।
এদিকে প্রিয় ‘আম্মা’র বিরুদ্ধে এমন রায়ে উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করেছে তামিলনাড়ুজুড়ে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বেশ কিছু বাসে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে তাঁর দল এআইএডিএমকের কর্মীসমর্থকরা।