একসঙ্গে ৫ শিশুর জন্ম দিয়েছেন ভারতের মনিপুর রাজ্যোর ওইনম গীতা (৩৫)। গর্ভাবস্থার মাত্র ২৮ সপ্তাহের মাথায় সম্প্রতি একটি হাসপাতালে তিনি ৪ শিশুকন্যা ও ১ পুত্রের জন্ম দেন।
শুক্রবার এক খবরে ভারতের একটি গণমাধ্যম জানায়, রিজিওনাল ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে জন্ম হয় শিশুগুলোর। ৫ জনেরই ওজন ৮০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। মা ও সন্তানেরা সকলেই সুস্থ। ইনকিউবিটরে রাখা হয়েছে শিশুদের।
গত বছর ডিসেম্বর মাসে মধ্যপ্রদেশের সাতনা জেলায় একসঙ্গে ১০টি সন্তানের জন্ম দেন ৩৮ বছরের অঞ্জু কুশওয়ালা। তবে কাউকেই বাঁচানো যায়নি সেইবার।
মনিপুরের হাসপাতালে শিশুদের বাঁচিয়ে রাখার চেষ্টা চালাচ্ছেন চিকিত্সকরা।