নাগালে পেয়েও এশিয়ান গেমসে স্বর্ণ জেতার সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশের মেয়েরা। ইনছনের ইতিহাস করার সুযোগও হাতছাড়া হলো। দক্ষিণ কোরিয়ার ইনছনে আজকের ফাইনালে তারা পাকিস্তানের মেয়েদের কাছে হেরেছে মাত্র ৪ রানে। এতে রৌপ্য জিতেই সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশের মেয়েদের।
টসে জিতে প্রথমে ব্যাট নিয়ে পাকিস্তানের মেয়েরা করে ৬ উইকেটে ৯৭ রান। বৃষ্টি কারণে প্রায় দেড় ঘণ্টা পর ব্যাট করতে নামে বাংলাদেশ। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে তখন তাদের জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ৭ ওভারে ৪৩ রান। কিন্তু এই রান করতে গিয়ে বাংলাদেশের মেয়েরা ৯ উইকেট হারিয়ে ৩৮ রান তুলতে পারে। সর্বোচ্চ ১০ করে রান করেন রুমানা আহমেদ ও ফারজানা হক। এছাড়া আর কারও রান দুই অংকের কোটায় পোঁছায়নি। কোন রান না করে ফিরেছেন ৩ জন ব্যাটার। আর মাত্র ১ করে রান করেছেন চারজন ব্যাটসম্যান।