অনলাইন ডেস্কঃ বিশ্বের সর্বোচ্চ স্মার্টফোন বিক্রেতা স্যামসাংয়ের গ্যালাক্সী সিরিজের সর্বশেষ সংযোজন গ্যালাক্সী এস৩ বিক্রির পরিমাণ ২ কোটি ছাড়িয়ে গেছে। এই বছরের মে মাসে বাজারের আসার পর থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বিক্রির এই রেকর্ডে ইউরোপে সর্বোচ্চ বিক্রি হয়েছে বলে জানিয়েছে স্যামসাং। ইউরোপে সর্বোচ্চ ৬০ লাখ ছাড়াও এশিয়ায় ৪৫ লাখ, আমেরিকায় ৪০ লাখ এবং কোরিয়ায় ২৫ লাখ বিক্রি হয়েছে গ্যালাক্সী এস ৩। এই পর্যন্ত ৫ কোটিরও বেশি গ্যালাক্সী সিরিজের স্মার্টফোন বিক্রি করেছে স্যামসাং। বর্তমানে ২ কালারের গ্যালাক্সী এস৩ বিক্রি হলেও শীগ্রই আরো ৩টি কালারের মডেল বাজারে আসবে বলে জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ।