এশিয়ান গেমসের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশের মাহিলা ক্রিকেট দল। বুধবার ইয়েনহুই ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ কোয়ার্টার ফাইনালে নেপাল প্রমীলা দলের বিপক্ষে ৮১ রানে জয় পেয়েছে সালমা বাহিনী। এই জয়ে স্বর্ণ জয়ের মিশনে একধাপ এগিয়ে গেল বাংলাদেশের প্রমীলা ক্রিকেট দল।
টসে জিতে নেপাল ব্যটে আমন্ত্রণ জানায় বাংলাদেশ দলকে। ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৭ রান সংগ্রহ করে সফরকারী বাংলাদেশ দল। ওপেনার আয়েশা রহমান সর্বোচ্চ ৫১ রান করেন। ৬০ বলে ২ বাউন্ডারিতে অর্ধশত রান করেন তিনি। এছাড়া বাংলাদেশ প্রমীলা দলের হয়ে শাহনাজ পারভীন ১২ ও লতা মণ্ডল ১১ রান করেন। নেপালের পক্ষে ২ উইকেট করে নেন সিতা মাগার ও সারিতা মাগার।
জবাবে ব্যাট করতে নেমে সালমা রোমানাদের অসাধারণ বোলিং নৈপুণ্যে মাত্র ২৬ রানে অল আউট হয় নেপাল দল। লাল-সবুজ জার্সিধারীদের পক্ষে অধিনায়ক সালমা খাতুন ও রুমানা আহমেদ ৩ উইকেট করে নেন। এছাড়া ফাহিমা ও জাহানারা ২ উইকেট করে নেন।