কোরিয়ার বিদ্যালয়গুলোতে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে বহুজাতিক শিশুর সংখ্যা। প্রথমবারের মত বহুজাতিক ছাত্রছাত্রীর সংখ্যা কোরিয়ান স্কুলগুলোর মোট শিক্ষার্থীর ১ শতাংশ অতিক্রম করেছে।
কোরিয়ার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এই বছরের এপ্রিল মাসের ১ তারিখের হিসাব অনুযায়ী, স্কুল পড়ুয়া মোট ৬৩ লক্ষ ৩০হাজার শিশুর মধ্যে বহুজাতিক শিশুর সংখ্যা ৬৭ হাজার ৮০৬ জন, শতকরা হিসেবে যা মোট ছাত্র ছাত্রীর ১.৭ শতাংশ।
কোরিয়ায় যেখানে নিম্ন জন্মহারের জন্য বিদ্যালয়গুলোতে প্রতিবছরই প্রায় ২ লাখ শিক্ষার্থী কমছে সেখানে ২০০৯ সাল থেকে প্রতিবছরই বহুজাতিক শিশুর সংখ্যা ৬ হাজার থেকে ৮হাজার করে বাড়ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বহুজাতিক শিশুদের প্রায় ৭০ শতাংশই প্রাইমারী স্কুলে, প্রায় ১৮.৫ শতাংশ মিডল স্কুলে এবং ১০.৩ শতাংশ হাইস্কুলে অধ্যয়ন করে।