Search
Close this search box.
Search
Close this search box.

ইতিপূর্বে মন্টিয়ল থেকে কানাডার জাতীয় নির্বাচনে বেশ ক’জন বাংলাদেশি কানাডিয়ান প্রতিদ্বন্দ্বিতা করলেও টরন্টো থেকে এ পর্যন্ত কেউ নির্বাচনে অংশ নেননি। তবে আসন্ন ২০১৫ সালের ১৯ অক্টোবরের ৪২তম পার্লামেন্ট জন্য নির্বাচনে বেশ ক’জন বাংলাদেশি-কানাডিয়ান অংশ গ্রহনের ঘোষণা দিয়েছেন।

38976_Torantoতারা হলেন, সাংবাদিক মোহাম্মদ আলী বোখারী, ব্যারিস্টার চয়নিকা দত্ত, ব্যারিস্টার কামরুল হাফিজ, শামসুল ইসলাম এবং আলমগীর হোসাইন।

chardike-ad

এদের মধ্যে কনজারভেটিভ দলের প্রার্থী ব্যারিস্টার হাফিজ প্রতিদ্ধন্দ্বিতা করবেন বিচেস ইস্ট ইয়র্ক রাইডিং থেকে। বাদ বাকী সবাই লিবারেল পার্টির স্কারবরো সাউথ ওয়েস্ট রাইডিং আসন থেকে অংশ নেয়ার চেষ্টা করছেন।

প্রসঙ্গত, টরন্টোতে প্রায় ৬০/৭০ হাজার বাংলাদেশির বসবাস। আর এদের বেশির ভাগই ভিক্টোরিয়া পার্ক ও ড্যানফোর্থ এলাকায় বসবাস করেন। প্রবাসী বাংলাদেশিদের অধিকাংশই থাকেন এই দুই রাইডিং এলাকায় যেটি বিভক্ত ভিক্টোরিয়া পার্ক এ্যাভিনির মাধ্যমে বিভক্ত।

ভিক্টোরিয়া পার্ক এ্যাভিনিউর পশ্চিমে অবস্থিত বিচেস ইস্ট ইয়র্ক আর পূর্বে অবস্থিত স্কারবরো সাউথ। এই দুই আসনে প্রায় দশ হাজার বাংলাদেশি-কানাডিয়ান ভোটার রয়েছেন; যারা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করে। ফলে বাংলাদেশি প্রার্থীদের বিজয় উড়িয়ে দেয়া যায়না।

উল্লেখ্য, বর্তমানে কানাডায় ৩০৮ আসনে নির্বাচন হয়। আগামীতে ৩৩৮টি আসনে নির্বাচন হবে।