উত্তর কোরিয়ায় মানবিক সাহায্য পাঠাতে সিউলের দুটি দাতব্য সংস্থাকে অনুমতি দিয়েছে দ. কোরিয়া সরকার। পিয়ংইয়ং সাহায্য গ্রহণে মৌন সম্মতি দিয়েছে বলেও জানা গেছে। দ. কোরিয়ার ইউনিফিকেশন মন্ত্রণালয় এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।
খবরে প্রকাশ, ‘দ্য অ্যাসোসিয়েশন অব পিপল শেয়ারিং লাভ’ ও অপর একটি সংগঠন উত্তরে খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রেরণের উদ্যোগ নিয়েছে। তবে সাহায্যের পরিমাণ বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায় নি।
উল্লেখ্য, সিউলের সাথে বিভিন্ন ইস্যুতে মতানৈক্যের জের ধরে উত্তর কোরিয়া এ বছর এখনও পর্যন্ত দেশটিতে কোনপ্রকার সাহায্য অনুমোদন করে নি। উল্লেখিত ত্রাণ পিয়ংইয়ং গ্রহণ করলে এটি হবে চলতি বছরে এ ধরনের প্রথম কোন সফল উদ্যোগ।