সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে আগামী সোমবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের বৈঠকে হরতালের বিষয়টি চূড়ান্ত হয়। এদিকে মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর অমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জামায়াতের হরতাল শুরু হবে। এতে রোববার থেকে ফের টানা দুদিনের হরতালের কবলে পড়বে দেশ।