An Israeli drone flies over the West Bank city of Hebronলেবাননের অভ্যন্তরে শনিবার এক ইসরাইলী ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইসরাইল-লেবাননের সীমান্ত লাইন থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত সারাদা উপত্যকায় এই ড্রোন বিধ্বস্ত হয়। লেবাননের সেনাবাহিনী এবং দেশটিতে মোতায়েন জাতিসংঘ বাহিনী ওই এলাকা ঘিরে রেখেছে।

লেবাননের একটি সামরিক সূত্র বলেছে, লেবানন সীমান্তের কাছে এক ইসরাইলী ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইসরাইলের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য করা হয়নি। তবে এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। গত ফেব্রুয়ারিতেও ইসরাইল-লেবাননের সীমান্ত রেখা বরাবর ইসরাইলের একটি ড্রোন বিধ্বস্ত হয়েছিল। ওই সময় ড্রোনের ধ্বংসস্তুপ উদ্ধারের লক্ষ্যে ইসরাইলী বাহিনী লেবাননের মধ্যে ঢুকে পড়েছিল। গোয়েন্দা বিমান পাঠিয়ে লেবাননের আকাশসীমা প্রায়ই লঙ্ঘন করে ইসরাইল।

chardike-ad