নদী সাঁতরে উত্তর কোরিয়ায় ঢোকার চেষ্টা করার দায়ে এক মার্কিন নাগরিককে আটক করেছে দক্ষিণ কোরিয়ার সেনারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
এ মুখপাত্র জানান, নদী সাঁতরে উত্তর কোরিয়ায় ঢোকার চেষ্টা করার দায়ে মংগলবার রাতে এক মার্কিন পুরুষ নাগরিককে আটক করা হয়েছে। আটকের পর তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে বলেও এ মুখপাত্র জানান। একটি সরকারি সূত্র বলেছে, ৩০ বছর বয়সি এ মার্কিন নাগরিককে হান নদীর তীর থেকে আটক করেছে দক্ষিণ কোরিয়ার একটি সীমান্ত টহল দল।
দক্ষিণ কোরিয়ার ইয়োনহ্যাপ সংবাদ সংস্থা জানিয়েছে, আটক ব্যক্তি তদন্তকারী কর্মকর্তাদের বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে তার সাক্ষাৎ করার পরিকল্পনা ছিল। তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্য করার জন্য মার্কিন দূতাবাসের কাউকে পাওয়া যায় নি।