অধিনায়ক মামুনুল হকের করা একমাত্র গোলে রবিবার ইনছন এশিয়ান গেমস ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করেছে বাংলাদেশ। এর মাধ্যমে এশীয় ক্রীড়ার সর্বোচ্চ আসরটিতে ২৮ বছরের জয়খরা ঘুচিয়েছে বেঙ্গল টাইগাররা।

 

chardike-ad

[ভিডিও সৌজন্যঃ সোহান কাজী, প্লান্টিক]