চীনা পুলিশ ৮১ বছর বয়সী লেখক তাই লিওকে গ্রেফতার করেছে। তিনি দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টির তীব্র সমালেচনা করে আসছিলেন। একজন মানবাধিকার আইনজীবী মঙ্গলবার এ কথা বলেন।

CHINESE WRITERতাই লিও’র মূল নাম হুয়াঙ জারং। সপ্তাহান্তে ১০ জনেরও বেশি পুলিশ তাইয়ের বেইজিংয়ের বাসা ঘেরাও করে তাকেসহ তার সহযোগী হুয়াঙ জিংকেও গ্রেফতার করে। এছাড়া পুলিশ কম্পিউটারসহ তাইয়ের বইপুস্তকও নিয়ে যায়।

chardike-ad

তার স্ত্রী মনে করছেন, লেখার কারণেই তাকে আটক করা হয়েছে। সম্প্রতি তিনি কমিউনিস্ট পার্টি কর্মকর্তা লিও হুনশানের বিরুদ্ধে কলম ধরেছিলেন।

তাইকে গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার গ্রুপ। বিশেষ করে পিইএন আমেরিকান সেন্টার তাইকে গ্রেফতারের নিন্দা এবং অবিলম্বে তাকে মুক্তির আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, তাই লিও সারাজীবন কমিউনিস্ট পার্টির বিরোধিতা করে আসছেন। এমনকি চীনের পিপলস রিপাবলিকের প্রতিষ্ঠাতা মাও সেতুংয়ের কট্টর সমালোচক তাই লিওকে ২০ বছরেরও বেশি সময় লেবার ক্যাম্পে কাটাতে হয়।