bangladesh-westindies

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ৪২৭ রানের লিড নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২য় ইনিংসে ৪ উইকেটে ২০৮ রান সংগ্রহ করেছে  স্বাগতিকরা। শিবনারায়ণ চন্দরপল ৬৩ এবং জার্মেইন ব্ল্যাকউড ৪৩ রানে অপরাজিত রয়েছেন।

chardike-ad

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা অব্যাহিত ছিল গতকাল সোমবার টেস্টের তৃতীয় দিনেও। আগের দিনের ৭ উইকেটে করা ১০৪ রানের সঙ্গে ৫৭ রান যোগ করে অলআউট হয় বাংলাদেশ। ফলোঅন এড়াতে ১৮১ রানের প্রয়োজন হলেও মাত্র ১৬১ রান সংগ্রহের পর লাঞ্চের আগেই শেষ হয় বাংলাদেশের প্রথম ব্যাটিং ইনিংস।

বাংলাদেশকে ফলোঅন না করিয়ে লাঞ্চের পর ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। বোশেজো স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার আগেই ২১৯ রানের লিড ছিল তাদের। চা-বিরতির আগেই স্বাগতিকদের ২টি উইকেট তুলে নেয় বাংলাদেশি বোলাররা। জনসনকে ৪১ রানে আউট করে তাইজুল। এরপর এডওয়ার্ডসের (২) উইকেটটি নেন শফিউল ইসলাম।

আর চা বিরতির পর খুব দ্রুত ২টি উইকেট তুলে নেন মাহমুদুল্লাহ। ৭ রানে ড্যারেন ব্রাভো ও ৪৫ রানে ওপেনার ব্রেথওয়েইটকে প্যাভিলিয়নে ফেরান এই অলরাউন্ডার।

এরপর চন্দরপল ও ব্ল্যাকউডের ১০৮ রানের জুটিতে শেষ হয় তৃতীয় দিনের খেলা।