road-accident

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে  ৫ জন  নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছে আরো দুজন।

chardike-ad

মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের হঠাৎ মার্কেট এলাকার এশিয়ান হাইওয়েতে (বাইপাস) এ দুর্ঘটনা ঘটে।

নিহতের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। এরা হলেন- জাহাঙ্গীর আলম (২৫), মনির হোসেন ও মহিউদ্দিন।

জাহাঙ্গীর আলমের বাড়ি জামালপুর জেলার পাকশিগঞ্চর এলাকার বাদশাপুর গ্র্রামে। তার পিতার নাম ইসমাইল। মনির হোসেনের বাড়ি গাজীপুর বোর্ডবাজার এলাকায়। তার পিতার নাম ই্উসুফ মোল্লা। মহিউদ্দিনের বাড়িও গাজীপুর। তার পিতার নাম ইয়াসিন।

রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, ট্রাকের চালক পালিয়ে গেলেও ঘটনার পর পরই স্থানীয় জনতা ট্রাক ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেয়। তারা মদনপুর-ভূলতা-জয়দেবপুর সড়কটি প্রায় ১৫ মিনিট ধরে অবরোধ করে রাখে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।