কোরিয়া কাস্টমস সার্ভিসের তথ্যানুযায়ী, ২০১২ সালের ফেব্রুয়ারির পর চলতি বছরের আগস্টে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে। আগস্টে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩ দশমিক ৩৭ বিলিয়ন ডলার। খবর সিনহুয়া।

korea-customs-service01গত বছরের একই সময়ের তুলনায় আগস্টে রফতানি দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪৬ দশমিক ২৩ বিলিয়ন ডলারে। গত বছরের তুলনায় চলতি বছরের আগস্টে কর্মদিবস কম থাকায় রফতানি আংশিক কমেছে। তবে দৈনিক গড় রফতানি আগের বছরের তুলনায় বেড়েছে।

chardike-ad

স্মার্টফোনসহ টেলিকমিউনিকেশন ডিভাইসের চালান গত মাসে বেড়েছে ৭ দশমিক ৭ শতাংশ। কয়েকটি গাড়ি নির্মাণ কারখানায় শ্রমিক ধর্মঘটের কারণে অটোমোবাইল ও অটোপার্টসের রফতানি কমেছে যথাক্রমে ১৮ দশমিক ২ ও ৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে কনজিউমার ইলেকট্রনিকসের চালান কমেছে ২৩ শতাংশ।

বার্ষিক হিসাবে চলতি বছরের আগস্টে আমদানি ৩ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৮৬ বিলিয়ন ডলার। সূত্রঃ বণিকবার্তা।