ইন্দোনেশিয়ার কারখানায় প্রাথমিকভাবে ২ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। পশ্চিম জাভায় অবস্থিত কারখানায় সেট টপ বক্স তৈরি করত প্রতিষ্ঠানটি। এবার তারা কারখানাটিতে সেলফোন তৈরির লক্ষ্যে বিনিয়োগের পরিকল্পনা করছে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানায় জাকার্তা পোস্ট। খবর টেলিকম এশিয়া।
বর্তমানে মোবাইল ডিভাইস তৈরি ও সরবরাহে স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠানটি বেশ কয়েকটি বড় বাজারে শীর্ষস্থান হারিয়েছে। এ কারণে তারা মোবাইল ডিভাইস খাতের উন্নয়নে বিশেষ মনোযোগ দিচ্ছে। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটি ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় মোবাইল ডিভাইস কারখানা তৈরির পরিকল্পনা করছে। প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি এ লক্ষ্যে আপাতত ২ কোটি ডলার বিনিয়োগ করবে। বিনিয়োগের পরিমাণ পরবর্তীতে আরো বাড়তে পারে।
ইন্দোনেশিয়ার শিল্প মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাকার্তা পোস্ট জানায়, স্যামসাং ইন্দোনেশিয়ার বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে সেট টপ বক্স তৈরির পাশাপাশি মোবাইল ডিভাইস তৈরিরও পরিকল্পনা করছে। তিন ধাপে প্রতিষ্ঠানটি এ বিনিয়োগ করবে। যার প্রথম স্তরে ২ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। আগামী বছরের শুরুর দিকেই এ কারখানায় কোরীয় প্রতিষ্ঠানটি মোবাইল ডিভাইস উত্পাদন শুরু করবে বলে একাধিক সূত্র নিশ্চিত করে। সূত্রঃ বণিকবার্তা।