ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি ভক্ত রয়েছে অভিনেতা অমিতাভ বচ্চনের। টুইটারে অমিতাভ বচ্চনের ভক্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। অন্যদিকে টুইটারে নরেন্দ্র মোদির ভক্তের সংখ্যা ৭০ লাখ। সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় তারকা অমিতাভ বচ্চন। নিয়মিত টুইট করা, স্ট্যাটাস আপডেট, ছবি পোস্ট থেকে শুরু করে বস্নগ লেখেন এ অভিনেতা।
২০১০ সালে টুইটারে অ্যাকাউন্ট খোলেন বিগবি। তখন থেকেই নিজের ব্যক্তিগত নানা মুহূর্তের ছবি এবং বিভিন্ন বিষয়ে ভাবনাগুলো নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন। ৩১ আগস্ট টুইট করে অমিতাভ জানান, তার অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ কোটি। সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এবার লক্ষ্য ২ কোটি অনুসারী পাওয়া। এনডিটিভি