Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেটের বড় কোন আসর। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ইনছন এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিচ্ছে দুই টেস্ট প্লেয়িং দেশ বাংলাদেশ এবং শ্রীলংকা ছাড়াও আফগানিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, কুয়েত, চীন, নেপাল এবং মালদ্বীপ।

বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান এবং হংকং সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। গ্রুপ পর্ব থেকে গ্রুপ ‘এ’ এর তিন দল হল কোরিয়া, মালয়েশিয়া এবং চীন। গ্রুপ ‘বি’ এর তিন দল মালদ্বীপ, নেপাল এবং কুয়েত। প্রত্যেক গ্রুপ থেকে দুইটি দল কোয়ার্টার ফাইনাল খেলবে।

chardike-ad

বাংলাদেশ ১ অক্টোবর কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের রানার্সআপ টিমের মোকাবেলা করবে। টি টোয়েন্টি ফরমেটের এই টুর্ণামেন্টের সব খেলায় ইনছনের ইয়নহোয়ে (연희크리켓경기장) ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা ২,৩৫৩ জন।

ইনছন এয়ারপোর্ট রেলওয়ে লাইনের কমআম স্টেশনে (검암역) নেমে ১, ৭, ১৩, ১৭, ১৭-১, ৪২-১, ৭৭, ৭০০, ৭০০-১, ৯০৩ নাম্বার বাসে চড়ে যেতে হবে।incheon asian games