জনপ্রিয় কোরিয়ান তারকা অভিনেতা লি বিয়ং হনকে ব্ল্যাকমেইল করে মোটা অংকের অর্থ দাবী করার অভিযোগ উঠেছে দুই কোরিয়ান তরুণীর বিরুদ্ধে। কুড়ি বছরের মতো বয়সী ওই দুই তরুণীর একজন উঠতি সংগীতশিল্পী। তবে তাঁদের কারও নাম প্রকাশ করা হয় নি।
বার্তা সংস্থা ইয়নহাপ নিউজের খবরে প্রকাশ, তরুণীদ্বয় অভিনেতা লি’র বাসায় ধারনকৃত একটি ভিডিওচিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে তাঁর কাছে কয়েক লাখ উওন অর্থ দাবী করে। ওই ভিডিওচিত্রটিতে তিনজন ব্যক্তি মদ্যপ অবস্থায় অশালীন কৌতুক করছিলেন।
গত ২৮ আগস্ট অভিনেতা লি এ বিষয়ে খাংনাম থানায় অভিযোগ করলে পুলিশ তা খতিয়ে দেখতে শুরু করে। খাংনাম পুলিশ অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করেছে। দুই তরুণীর বিরুদ্ধে এখন মামলা দায়েরের প্রস্তুতি চলছে।