Search
Close this search box.
Search
Close this search box.

স্যামসাং গ্রুপের জাহাজ নির্মাণ ও প্রকৌশল শাখা এক হতে যাচ্ছে। গতকাল সোমবার এক যৌথ বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার পারিবারিক জায়ান্ট কোম্পানিটি এ তথ্য জানিয়েছে। খবর এএফপি।

Samsungবিবৃতিতে বলা হয়, বিশ্বের তৃতীয় বৃহত্তম জাহাজ নির্মাতা কোম্পানি স্যামসাং হেভি ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদ ও স্যামসাং ইঞ্জিনিয়ারিং শেয়ার বিনিময়ের মাধ্যমে একীভূত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে। আগামী ডিসেম্বরে চুক্তিটি চূড়ান্ত হবে। কোম্পানি দুটি আশা করছে, এ চুক্তির মাধ্যমে ২০২০ নাগাদ তাদের বিক্রি ৪০ ট্রিলিয়ন ওনে (৩ হাজার ৯৪০ কোটি ডলার) উন্নীত হবে। গত বছর তাদের বিক্রির পরিমাণ ছিল ২৫ ট্রিলিয়ন ওন।

chardike-ad

জাহাজ নির্মাণ এবং অফশোর প্ল্যান্টের দিকে গুরুত্ব দেবে স্যামসাং হেভি ইন্ডাস্ট্রি। অন্যদিকে বিশ্বের বিভিন্ন দেশের উপকূলবর্তী অঞ্চলে জ্বালানি কেন্দ্র নির্মাণের দায়িত্বে থাকবে স্যামসাং ইঞ্জিনিয়ারিং। এ প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, বড় তেল কোম্পানিগুলোসহ ক্লায়েন্টদের জন্য অফশোর-অনশোর দুটি ক্ষেত্রেই সমাধান দেয়া সম্ভব হবে এ একত্রিত কোম্পানির মাধ্যমে। এদিকে সম্ভাব্য এ একীভূত সংবাদের পর গতকাল স্যামসাং হেভি এবং ইঞ্জিনিয়ারিংয়ের শেয়ারদর যথাক্রমে ৬ দশমিক ৬১ ও ১২ দশমিক ২ শতাংশ বেড়ে যায়।