বেনাপোলের অগ্রভুলোট সীমান্তে বৃহস্পতিবার ভোর রাতে আবদুল মালেক নামে বাংলাদেশী এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। নিহত আব্দুল মালেক শার্শা উপজেলার অগ্রভুলোট গ্রামের আরশাদ আলীর ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে গরু আনার জন্য ৮/১০ জন যুবক ভারতের ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় ঝাউডাঙ্গা বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়লে আবদুল মালেক গুলি বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
পরে তার সঙ্গিরা তার মৃতদেহ নিয়ে বাংলাদেশে তার বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় উভয় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে ২৩ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুর রহিম জানান, রাতে সীমান্তে একজন নিহতের খবর শুনেছি। তবে বিস্তারিত জানতে বিএসএফের সঙ্গে কথা বলা হয়েছে।