বোস্টন ম্যারাথনে বোমা হামলার সন্দেহভাজনের বোনকে বুধবার নিউইয়র্ক থেকে গ্রেফতার করা হয়েছে। বোমা হামলার হুমকি দেয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র এএফপিকে বলেন, ‘নিউজার্সির নর্থ বার্জানের অধিবাসী আইলিনা সারনেয়েভাকে (২৪) গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এক মহিলাকে হয়রানি করার অভিযোগ রয়েছে।’
সে ২০১৩ সালের বোস্টনে বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন জোখার ও তামেরলার সারনায়েভের বোন।
ম্যাবাথনের ফিনিশ লাইনের কাছে ওই বোমা হামলার ঘটনায় তিনজন নিহত ও ২৬৪ জন আহত হয়।
পুলিশের বরাত দিয়ে সিবিএস টেলিভিশনের খবরে বলা হয়, সারনেয়েভা টেলিফোনে ম্যানহাটনের এক মহিলাকে হুমকি দিয়ে বলেন, ‘আমি জানি করা আপনাকে লক্ষ্যকরে বোমা পেতে রাখতে পারে।’
সারনেয়েভাকে ম্যানহাটনের হার্লেস এলাকার এক থানায় নেয়া হয়েছে।
পুলিশ জানায়, সেখানে আগামী ৩০ সেপ্টেম্বর তার বিরুদ্ধে আনীত অভিযোগের শুনানির দিন ধার্য করে তাকে ছেড়ে দেয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, জাতিগত সংখ্যালঘু চেচেন জোখার সারনেয়েভ (২১) তার বড় ভাই তামেলানের সঙ্গে বোস্টনে ওই বোমা হামলা চালায়। তারা পালিয়ে থাকার সময় পুলিশ অভিযান চলাকালে গত বছর বড় ভাই নিহত হয়।