Search
Close this search box.
Search
Close this search box.

এশিয়ান ইনভেস্টরের সহায়তায় ফিন্যান্স এশিয়ার আয়োজনে আগামী ৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। সম্মেলনের হেডলাইন প্লাটিনাম স্পন্সর হিসেবে থাকছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, প্লাটিনাম স্পন্সর দি সিটি ব্যাংক লিমিটেড, সিলভার স্পন্সর ব্র্যাক ইপিএল, লংকাবাংলা, এলআর গ্লোবাল ও ইস্টার্ন ব্যাংক লিমিটেড এবং ব্রোঞ্জ স্পন্সর ডিএফডিএল।

Bangladesh-Head-Banner-650x1707গতকাল এ উপলক্ষে রাজধানীর এক সংবাদ সম্মেলনে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের সিইও জিম ম্যাককেইব বলেন, বাংলাদেশ এখন ‘উদীয়মান ১১ অর্থনীতির’র একটি। আমরা বিশ্বাস করি, আগের আয়োজনের মতো এবারো সম্মেলনটিতে সম্ভাবনাময় বিনিয়োগকারীদের ও সার্বিকভাবে বহির্বিশ্বের আর্থিক খাতের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরা হবে অবিশ্বাস্য সব সাফল্যগাথা, স্থিতিশীল প্রবৃদ্ধি ও অপার সম্ভাবনাময় বাংলাদেশকে।

chardike-ad

দি সিটি ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সোহেইল আরকে হুসেইন বলেন, এ ধরনের অনুষ্ঠানে বাংলাদেশকে আন্তর্জাতিক ব্যবসায়িক পরিমণ্ডলে তুলে ধরা হয়।