Search
Close this search box.
Search
Close this search box.

আগস্টে সুদের হার কমানোর পর দক্ষিণ কোরিয়ার পারিবারিক ঋণ রেকর্ড পরিমাণ বেড়েছে। এ নিয়ে টানা পাঁচ প্রান্তিকে দেশটিতে পারিবারিক ঋণ বাড়ল। আগামীতে তা আরো বাড়তে পারে বলে ধারণা করছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। খবর সিনহুয়া।

গতকাল মঙ্গলবার ব্যাংক অব কোরিয়ার (বিওকে) পক্ষ থেকে বলা হয়, জুনে শেষ হওয়া প্রান্তিকে এ ঋণের পরিমাণ দাঁড়ায় রেকর্ড ১ হাজার ৪০ ট্রিলিয়ন ওন (১ দশমিক শূন্য ২ ট্রিলিয়ন ডলার), যা তিন মাস আগের তুলনায় ১৫ দশমিক ১ ট্রিলিয়ন ওন বেশি।

chardike-ad

bank_of_korea_011এক বছর আগের তুলনায়, দ্বিতীয় প্রান্তিকে পারিবারিক ঋণ বেড়েছে ৬ দশমিক ২ শতাংশ, যা ২০১৩ সালের ন্যূনতম ৩ দশমিক ৭ শতাংশ জিডিপির প্রবৃদ্ধির তুলনায় বেশি।

আয়ের তুলনায় দ্রুত ঋণ বৃদ্ধি ব্যক্তি পর্যায়ে ভোগের পরিমাণ কমাবে এবং ঋণ সেবার বোঝা বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আগস্টের আর্থিক নীতি বৈঠকে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার এক-চতুর্থাংশ থেকে ২ দশমিক ২৫ শতাংশ কমায়। এতে ঋণের পরিমাণ আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে।

সংশ্লিষ্টদের ধারণা, সুদের কম হার আর্থিকভাবে সংকটে থাকা পরিবারগুলোকে আরো ঋণ নিতে উত্সাহিত করবে। এতে তাদের ঋণের বোঝা বাড়বে এবং স্থানীয় চাহিদা কমবে।

গত বছরের তুলনায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে পারিবারিক খাতে ব্যাংকগুলো থেকে দেয়া ঋণের পরিমাণ বেড়েছে ৪ শতাংশ। অন্যদিকে ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোয় অধিক সুদের হার সত্ত্বেও দেয়া ঋণের পরিমাণ বেড়েছে ১০ শতাংশ। ব্যাংকবহির্ভূত প্রতিষ্ঠানগুলোয় থেকে দেয়া ঋণের পরিমাণ দ্রুত বাড়ায় ঋণ সেবার বোঝা বাড়বে।