অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন মডেল ও অভিনয় শিল্পী সারিকা। তার বরের নাম মাহিম করিম। তিনি পেশায় একজন ব্যবসায়ী। গত ১২ আগস্ট রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এ সময় দুই পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন।
বিয়ের খবর জানাতেই আয়োজন করেন একটি ছোট্ট অনুষ্ঠানের। সেখানে বিয়ে নিয়ে কথা বলেছেন সাংবাদিকদের সাথে। সারিকা জানালেন,তাদের বিয়ের সিদ্ধান্ত হয়েছে চলতি বছর মার্চে। বিয়ের পর অভিনয়ে নিয়মিত হবেন কি না এ প্রশ্নের জবাবে সারিকা বলেন,“সবে তো বিয়ে হল। এখন একটু নিজেদের মতো করে কটা দিন কাটাতে চাই। তবে খুব শিগগিরই ফিরব মিডিয়াতে। আবারও নাটকে নিয়মিত হব।”
সারিকার অভিনয়ের ব্যাপারে শতভাগ সমর্থন আছে মাহিমের। “সারিকার অভিনয়ের ব্যাপারটি পুরোপুরি ওর ওপর নির্ভর করে। আমি চাই সে অভিনয় করুক। আমার সমর্থন রয়েছে। সে যখন চাইবে তখনই অভিনয় করবে। আমার কোনো আপত্তি নেই।”
কাজ থেকে দীর্ঘ বিরতির কারণ সম্পর্কে সারিকা বললেন, “একান্ত ব্যক্তিগত কারণে আমি মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়েছিলাম। নিজেকে সময় দিতেই এই বিরতি।” সারিকার এই বিরতি অনেক প্রশ্নের জন্ম দিয়েছিল সারিকা বললেন সেসব বিষয়ে কথা বাড়াতে চান না
“প্রশ্নগুলো অনেক কঠিন, উত্তর আরও কঠিন। আমার জীবনে আর কোনো কঠিন কিছু চাই না। আমি আমার সব প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি। আমি হাসিখুশি থাকতে চাই।”
অভিনেতা-মডেল নিরবের সঙ্গে সম্পর্কের টানাপোড়নের পর থেকেই দীর্ঘদিন ধরে পর্দায় নেই সারিকা। মিডিয়ার সবার সঙ্গেই যোগাযোগ কমিয়ে দিয়েছেন তিনি।