নদীর প্রাকৃতিক সৌন্দর্য, মৃদুমন্দ বাতাস আর সারি সারি গাছ, ব্রীজের ছায়ায় সারা দিনের ক্লান্তি ভুলতে অনেক সিউলবাসীই ভিড় জমান ইওইদো হানগাং পার্কে। গ্রীষ্ম মৌসুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যোগ হয়ে মধ্য সিউলের ইয়োইদো আইল্যান্ডের উদ্যানটিকে একপ্রকার মিলনমেলাতেই পরিণত করে। পার্কের ভাসমান মঞ্চে বিভিন্ন রকম ইভেন্ট, কনসার্টের মধ্যে চলমান ‘হানগাং মালবিট ফেস্টিভাল’ অন্যতম।

hangang_park

chardike-ad

চলতি মাসের ২ হতে  ১৭ তারিখ পর্যন্ত উৎসবটি  চলছে সোমবার বাদে প্রতিদিন। আমন্ত্রিত কণ্ঠশিল্পীরা  ক্লাসিক্যাল, পোপেরা, জাজ, ফিউশন গুকাক( ঐতিহ্যবাহী কোরিয়ান সংগীত) রকসহ বিবিধ প্রকার সংগীত পরিবেশন করে থাকেন।সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে শুরু হয়ে প্রতিটি আয়োজন চলেপ্রায় দু’ ঘণ্টাব্যাপী। প্রতি শুক্রবার কনসার্ট শেষে আগত দর্শকদের জন্য রয়েছে চলচ্চিত্র  দেখার সুযোগ। আর পুরো আয়োজনটাই দর্শনার্থীদের জন্য একদম ফ্রী।

সময় করে একটা বিকেল ঘুরে আসুন, পার্ক ও নদীর নয়নাভিরাম রূপ আর দারুণ সব গানের সাথে চমৎকার কোন মুভিতে সন্ধ্যেটা ষোলোআনা উপভোগ করতে বেছে নিতে পারেন সামনের শুক্রবারটিকে।

যেভাবে যাবেন

সাবওয়ে ৫ নাম্বার লাইনের ইয়ইনারো স্টেশনের (Yeouinaru Station) এক্সিট ২ অথবা ৩-এ নামতে হবে।