Search
Close this search box.
Search
Close this search box.

আইসিসি-র চেয়ারে বসেই ভারতের জন্য একের পর এক উপহার নিয়ে আসছেন চেয়ারম্যান এন শ্রীনিবাসন৷ আগামী বছর ভারত পাকিস্তান সিরিজ তো হচ্ছেই৷ ২০২৩ বিশ্বকাপও হবে ভারতের মাটিতে৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির চেয়ারম্যান শ্রীনিবাসন৷

image_93630_0 এর আগে ১৯৯৬ ও ২০১১ বিশ্বকাপ যৌথভাবে ভারতে হলেও এই প্রথমবার এককভাবে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল ভারত৷ ১৯৯৬ সালে ভারত-পাকিস্তার আর শ্রীলঙ্কা মিলে বিশ্বকাপের আয়োজন করে। আর ২০১১ সালের বিশ্বকাপ আয়োজনে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গী ছিলো বাংলাদেশ। সূত্র মতে, ২০২৩ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ৷ ৫০ ওভারের বিশ্বকাপের পাশাপাশি ২০১৬ টি-২০ বিশ্বকাপও হবে ধোনিদের দেশে৷ ওই বছর মার্চ-এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ৷

chardike-ad

এখানেই শেষ নয়, ২০২১-এর অক্টোবরে চ্যাম্পিয়ন্স ট্রফিও অনুষ্ঠিত হবে ভারতের মাটিতে৷ আইসিসি এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিকে বন্ধ করে টেস্ট চাম্পিয়নশিপ চালু করার কথা ভেবেছিল৷ কিন্তু সেই ভাবনা থেকে আপাতত সরে এসেছে আইসিসি৷ চ্যাম্পিয়ন্স ট্রফি আপাতত চালু রাখারই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা৷

এন শ্রীনিবাসন বলেন, “অতীতে ভারত ১৬-১৮ বছর পর পর আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেত এবং বিশ্বকাপের মতো বড় ইভেন্টগুলো আয়োজনের দায়িত্বটা আমাদের অন্য দেশের সঙ্গে ভাগাভাগি করে নিতে হত৷ এবার আগামী আট বছরের মধ্যে তিনটে বড় ইভেন্ট একাই আয়োজন করবে ভারত৷”   -ওয়েবসাইট