গত মাসে (জুলাই-২০১৪) বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের মাসিক সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। জুন মাসের চেয়ে ১৫ দশমিক ১৯ শতাংশ বেড়ে জুলাই মাসে রেমিট্যান্সের পরিমান দাঁড়িয়েছে (১ হাজার ৪৮২ দশমিক ০৮ মিলিয়ন মার্কিন ডলার) ১৪৮ কোটি ২০ লাখ মার্কিন ডলার।

download (13)সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি আরো জানানো হয় ২০১৩ সালের জুলাই মাসের তুলনায় ২০১৪ সালের জুলাই মাসে রেমিট্যান্স আসার পরিমান ১৯ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তখন রেমিট্যান্স এসেছিল ১২৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলার। ইতোপূর্বে দেশের ইতিহাসে মাসিক সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০১২ সালের অক্টোবর মাসে। তার পরিমান ছিল ১৪৫ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার।

chardike-ad

বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০১৩ সালের প্রথম ৭ মাসের তুলনায় ২০১৪ সালের প্রথম ৭ মাসে প্রবাসী রেমিট্যান্সের পরিমাণ ৭ দশমিক ৭১ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৮৯৩ কোটি ৭৯ লাখ মার্কিন ডলারে। ২০১৩ সালের প্রথম ৭ মাসে রেমিট্যান্স এসেছিল ৮২৯ কোটি ৭৮ লাখ মার্কিন ডলার।

এদিকে ২০১৩-১৪ অর্থবছরে প্রবাসী আয়ের পরিমাণ আগের বছরের চেয়ে কমে যায়। আর সেটি ছিল প্রথমবারের মতো ঋণাত্মক প্রবৃদ্ধি।

সোমবার পর্যন্ত বাংলাদেশ ব্যাংকে সংরক্ষিত (রিজার্ভ) বৈদেশিক মুদ্রার পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ১৪০ কোটি মার্কিন ডলার।