কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরতার শিকার হয়েছেন দেড় হাজারেরও বেশি ফিলিস্তিনি। সীমান্ত থেকে ছোড়া ইসরাইলি বোমায় এবার প্রাণ গেল ফিলিস্তিন জাতীয় দলের সাবেক ফুটবলারের। বৃহস্পতিবার দেশটির চিকিৎসকরা জানান, ইসরাইলি হামলায় নিজ ফ্ল্যাটে মারা গেছেন তাদের সেরা ফুটবল তারকা আহেদ জাকোত। প্রতিবেশী ও চিকিৎসকরা জানান, বুধবার নিজ বাসায় ঘুমিয়ে ছিলেন জাকোত। ঘুমন্ত অবস্থায়ই হামলার শিকার হন ৪৯ বছর বয়সী এ তারকা। ১৯৯৪ সালে জাতীয় দল প্রতিষ্ঠা পেলে মিশেল প্লাতিনির মতো তারকাসমৃদ্ধ ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন তিনি।