এ মাসেই খেলায় ফিরছেন বলে জানিয়েছেন নেইমার। আগামী ১৮ আগস্ট লিয়নের বিপক্ষে বার্সেলোনার মৌসুম পূর্ব বোয়ান গ্যাম্পার ট্রফিতেই তিনি খেলবেন বলে জানিয়েছেন।

বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে জয়ী ম্যাচে পিঠে আঘাত পান ব্রাজিলের এ তারকা। এরপর সেমিফাইনালে জার্মানির বিপক্ষে আর মাঠে নামতে পারেননি তিনি। শেষ পর্যন্ত টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলতে না পারা নেইমার সতীর্থদের উজ্জিবীত করতে উপস্থিত ছিলেন ডাগ আউটে।

chardike-ad

85_32577ন্যু ক্যাম্পের বার্ষিক আয়োজন গ্যাম্পার টুর্নামেন্টের আগেই বার্সেলোনার মৌসুম পূর্ব এ টুর্নামেন্ট খেলতে আগামী ৫ আগস্ট ক্লাবে যোগ দেবেন বলে আশা করছেন নেইমার।

ব্রাজিলে একটি প্রমোশনাল অনুষ্ঠানে সাংবাদিকদের নেইমার বলেন, ‘ইনজুরি থেকে ধীরে ধীরে আমার উন্নতি হচ্ছে। বার্সেলোনাকে আমি শতভাগ দিতে চাই।’

তিনি বলেন, ‘আমি একটি ভালো মৌসুম কাটাতে চাই এবং ভালো ফল পেতে আমার সতীর্থ খেলোয়াড়দের সাহায্য করতে চাই। একই সঙ্গে আমি ব্রাজিল দলেও অবদান রাখতে চাই। ১৮ আগস্ট গ্যাম্পার ম্যাচে খেলার ব্যাপারে আমি আশাবদী।’ খবরঃ ঢাকা টাইমস।