এক কুকুর আর তার সাথী এক মোরগ। দু’জনে মিলে ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল। তখন তারা আশ্রয়ের জন্য ঘন বনের মধ্যে চলে এলো। মোরগ চড়ে বসল এক গাছের অনেক উঁচু একটা ডালে আর কুকুর সেই গাছের নিচে তার বিছানা পেতে নিল। ভোর হলে মোরগ ডেকে উঠল কোঁকর-কো করে। সেই আওয়াজ শুনে এক শিয়ালের মনে হলো সকালের নাস্তাটা আজ মোরগের মাংসে সেরে ফেললে খাসা হয়। শিয়াল তখন ওই ডালটার নিচে চলে এলো আর নানাভাবে মোরগের মিষ্টি গলার আওয়াজের সুখ্যাতি করে তার সঙ্গে দোস্তি পাতাতে চাইল।

murad_05_1352029852_4-Godamশিয়াল বলল মোরগকে, ”আপনি রাজি থাকলে আজকের দিনটা আপনার সঙ্গে কাটাতে পারলে আমার খুব ভালো লাগবে।’

chardike-ad

মোরগ বলল,’মশায়,এক কাজ করেন,একটু এগিয়ে এই গাছের গোড়ায় চলে যান। আমার মালপত্র যে টানে সে ওইখানে ঘুমিয়ে আছে। তাকে ডেকে তোলেন,সে আপনাকে এখানে আসার জন্য দরজা খুলে দেবে।’

শিয়ালকে ওইদিকে আসতে দেখেই কুকুর একেবারে লাফ দিয়ে উঠল আর শিয়ালের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল।

ঈশপের গল্প অবলম্বনে/ইন্টারনেট