বিয়ের ঘোষণা দিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী সোহা আলী খান। বড় ভাইয়ের পথ ধরে দীর্ঘদিনের প্রেমের ইতি ঘটিয়ে কুনাল খেমুকে বিয়ে করতে যাচ্ছেন সোহা।  বড় ভাই সাঈফ এরই মধ্যে ভক্তদের দেখিয়ে দিয়েছেন বিয়ের দীর্ঘসূত্রতা কাকে বলে। বহু বছর ধরে করি করছি করে শেষ অবধি ২০১২ সালে বিয়ের সূতোয় বেঁধেছেন কারিনা কাপুরকে।

images (7)কয়েক বছরের প্রেমকে সহসা বিয়েতে রূপ দেয়ার কোনো সম্ভাবনা এতদিন দেখা না গেলেও এবার সিদ্ধান্তে পরিবর্তন আনছে সোহা-কুনাল জুটি। সম্প্রতি প্যারিসে আনুষ্ঠানিকভাবে সোহাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন কুনাল। প্রত্যুত্তরে সোহাও জানিয়েছেন সম্মতি। আর আনুষ্ঠানিক বিয়েটা এখন শুধু সময়ের আনুষ্ঠানিকতা মাত্র। এতদিন সোহার বিয়ে নিয়ে চিন্তিত মা শর্মিলা আর ভাই সাঈফের মুখেও ফুটেছে হাসির রেখা। আর এ পুরো সুসংবাদ সোহা তার ভক্তদের মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে জানিয়েছেন বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। যদিও বিয়ের দিনক্ষণের পুরো বিষয় এখনও প্রকাশের অন্তরালে।

chardike-ad