Palash Mahbub ইলিয়াস কাঞ্চন-শওকত মাহমুদের নেতৃত্বে আসছে নতুন দল

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। ২৫ এপ্রিল শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে।

chardike-ad

সংশ্লিষ্ট সূত্র বলছে, দলটির চেয়ারম্যান হতে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন। আর নতুন দলের মহাসচিব হিসেবে থাকছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বিএনপির সাবেক ভাই চেয়ারম্যান শওকত মাহমুদ। সাবেক প্রতিমন্ত্রী ও জাতীয় পার্টি নেতা গোলাম সারোয়ার মিলন দলটিতে নির্বাহী চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাচ্ছেন। নতুন দলে দায়িত্ব নিতে জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি।

এছাড়া জাতীয় পার্টি থেকে নির্বাচন করা নুরুল কাদের সোহেল প্রথম যুগ্ম মহাসচিবের দায়িত্ব পেতে পারেন। জাতীয় পার্টির সাবেক এমপি শাহ মো. আবু জাফরসহ আরো সাতজন সাবেক এমপি, শিল্পপতি, সাবেক আমলা, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আইনজীবীরা দলটিতে যোগ দিতে পারেন।