কাশ্মীরে হামলায় সিন্ধু পানি চুক্তি স্থগিত ভারতের, আটারি সীমান্তও বন্ধ ঘোষণা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার নয়াদিল্লিতে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকে সভাপতিত্ব করেন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২৩ এপ্রিল, ২০২৫, নয়াদিল্লি।

chardike-ad

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিএস) বৈঠকের পর নয়াদিল্লি জানিয়েছে, সিন্ধু পানি চুক্তি অবিলম্বে স্থগিত করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাস দমন না করা পর্যন্ত চুক্তিটি কার্যকর থাকবে না। একইসঙ্গে আরও কিছু পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের গুলিতে ২৬ জন নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন পর্যটক।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং সিসিএস বৈঠকে সভাপতিত্ব করেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানান, পাকিস্তানকে কড়া বার্তা দিতে আটারি সীমান্তের ইন্টিগ্রেটেড চেকপোস্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

তবে বৈধ নথিপত্র থাকা ব্যক্তিরা ৩০ এপ্রিলের মধ্যে ওই পথ ব্যবহার করে ফিরতে পারবেন।

এছাড়া সার্ক ভিসা প্রকল্পের আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পূর্বে যাদের ভিসা দেওয়া হয়েছিল, তা বাতিল বলে গণ্য হবে।

বর্তমানে যারা ওই ভিসা নিয়ে ভারতে রয়েছেন, তাদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সেনা, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইভাবে ইসলামাবাদে কর্মরত ভারতীয় সামরিক উপদেষ্টাদেরও ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে নয়াদিল্লি।