প্রথম দু’দিন প্রায় নির্বিঘ্নে খেলা হলেও সিলেটে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন বাগড়া দিয়েছে বৃষ্টি। তাই বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হচ্ছে না যথা সময়ে।
গতকাল রাত থেকেই সিলেটে বৃষ্টি ঝরছে। সকাল থেকে সেটা গুঁড়ি গুঁড়ি।
প্রথমে টস জিতে বাংলাদেশ ব্যাট করে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছে। তার পর ভালো জবাব দিয়েছে সফরকারী দল। জিম্বাবুয়ে ৮২ রানের লিড নিয়ে অলআউট হয়েছে ২৭৩ রানে। তার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ ভালোভাবে জবাব দিচ্ছে। ১ উইকেটে ৫৭ রানে শেষ করেছে দ্বিতীয় দিন। তারা এখনও পিছিয়ে ২৫ রানে। ব্যাট করছেন মাহমুদুল হাসান জয় (২৮*) ও মুমিনুল হক (১৫*)।
সোমবার মূলত মেহেদী হাসান মিরাজের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়েকে বড় সংগ্রহ করতে দেয়নি বাংলাদেশ। সিলেট টেস্টের দ্বিতীয় দিন এই স্পিনার পাঁচ উইকেট নিয়ে সফরকারীদের ২৭৩ রানে গুটিয়ে দিতে অবদান রেখেছেন।
সিলেট টেস্টে এই মুহূর্তে দুই দলই সমান অবস্থানে আছে। তবে তৃতীয় দিন যে দল রাজত্ব করবে, এই টেস্ট তারই হবে- এটি নিশ্চিত করেই বলা যায়। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ জানান তাদের লক্ষ্যের কথা, ‘দ্বিতীয় ইনিংসে আপাতত আমাদের লক্ষ্য লিড নেওয়ার পর ৩৫০-৪০০ রানের সংগ্রহ দাঁড় করানো। যেহেতু হাতে এখনও ৯ উইকেট আছে।’