সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর একটি ফ্ল্যাট, তিনটি অ্যাপার্টমেন্ট ও তিনটি গাড়ি জব্দ এবং ৭০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২০ এপ্রিল) ঢাকার মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) জানায়, জব্দ করা ফ্ল্যাটটি রাজধানীর পরীবাগের প্রিয় প্রাঙ্গণে এবং তিনটি অ্যাপার্টমেন্ট বনানীর পিপি টাওয়ারে অবস্থিত। এসব সম্পত্তির মূল্য ধরা হয়েছে ৮৫ লাখ ৫ হাজার ৯৪৭ টাকা। গাড়ি তিনটির মূল্য দুই কোটি ৪৭ লাখ ১১ হাজার ৫২৯ টাকা।
নসরুল হামিদের ৭০টি ব্যাংক হিসাব থেকে মোট ৩৭ কোটি ৯৬ লাখ ৪৯ হাজার ৭৪৭ টাকা শনাক্ত করেছে সংস্থাটি।
দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম এসব সম্পদ জব্দ এবং ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করেন।
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী সীমা হামিদের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ২০টি হিসাব অবরুদ্ধের আদেশ দেন একই আদালত।
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর দুদক নসরুল হামিদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও ৯৮টি ব্যাংক হিসাবে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আদালতে মামলা করে।