যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কার্যক্রমের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে রাস্তায় নেমে আসে হাজারো মানুষ।

chardike-ad

‘৫০৫০১’ নামে পরিচিত এই আন্দোলনের অর্থ—’৫০টি বিক্ষোভ, ৫০টি রাজ্য, একটি আন্দোলন’। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ শুরুর ২৫০তম বার্ষিকীর সঙ্গে মিল রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়। খবর বিবিসি’র।

হোয়াইট হাউসের সামনে, টেসলা ডিলারশিপসহ বিভিন্ন শহরের কেন্দ্রস্থলে নানা দাবি নিয়ে জড়ো হন বিক্ষোভকারীরা।

তাদের অনেকেই কিলমার আবরেগো গার্সিয়াকে ফিরিয়ে আনার দাবি জানান, যাকে ভুলবশত এল সালভাদরে নির্বাসিত করা হয়েছে।

চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত ‘হ্যান্ডস অফ’ নামে আরেকটি ট্রাম্পবিরোধী আন্দোলনেও মানুষের অংশগ্রহণ ছিল ব্যাপক। সাম্প্রতিক জনমত জরিপগুলো বলছে, ট্রাম্পের জনপ্রিয়তায় ভাটা পড়েছে।

শনিবারের বিক্ষোভে ট্রাম্প প্রশাসনের একাধিক সিদ্ধান্তের প্রতিবাদ জানানো হয়। এরমধ্যে রয়েছে সরকারি ব্যয় হ্রাস ও কর্মসংস্থান কাটছাঁটের লক্ষ্যে গঠিত ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি (ডজ)’ এবং আবরেগো গার্সিয়ার প্রত্যাবাসনে প্রশাসনের অনীহা।

গ্যালাপের সর্বশেষ জরিপ অনুযায়ী, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম প্রান্তিকে ৪৫ শতাংশ ভোটার তার পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছেন। যদিও তার প্রথম মেয়াদের একই সময়ে এ হার ছিল ৪১ শতাংশ। তবে ১৯৫২ থেকে ২০২০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে নির্বাচিত প্রেসিডেন্টদের মধ্যে প্রথম প্রান্তিকে গড় সমর্থনের হার ছিল ৬০ শতাংশ। বিশেষ করে অর্থনৈতিক ইস্যুতে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

গ্যালাপের তথ্যমতে, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্পের জনসমর্থনের হার ছিল ৪৭ শতাংশ।

এর আগে, মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ১,২০০টি স্থানে আরও বড় পরিসরে বিক্ষোভ হয়েছিল, যেখানে অংশ নিয়েছিলেন কয়েক লাখ মানুষ—শনিবারের তুলনায় ওই বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা ছিল অনেক বেশি।