এক মাসের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে ব্যর্থতার দায় নিয়ে এই সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) রাতে এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন তিনি। ওই পোস্ট তিনি লেখেন, ‘আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তারপর নির্বাচন। আওয়ামী লীগকে নিষিদ্ধের আগে নির্বাচন মানে আওয়ামী লীগকে পুনর্বাসন করা।
আগামী এক মাসের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তা না হলে ব্যর্থতার দায় নিয়ে ড. ইউনূসের পদত্যাগ করা উচিত।’
ওই পোস্টে তিনি আরো লেখেন, ‘আরেকটা বিষয় বিএনপি বারবার বলছে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে, অন্যদিকে সরকার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন। এর মানে বোঝায় ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেকোনো সময় নির্বাচন হবে। তার পরও বিএনপি রোডম্যাপ চাচ্ছে।
সরকার যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলছে, এটা কি রোডম্যাপ নয়? আমি যতটুকু বুঝি, এটাই রোডম্যাপ। তবে বিএনপি মনে হয় রোডম্যাপ বলতে নির্বাচনের নির্দিষ্ট তারিখ জানতে চাইছে। সে ক্ষেত্রে বিএনপির উচিত রোডম্যাপের কথা না বলে সরাসরি নির্বাচনের তারিখ ঘোষণার কথা বলা উচিত।’
রোডম্যাপ শব্দের অর্থ পরিকল্পনা, রূপকল্প, পথরেখা উল্লেখ করে তিনি লেখেন, ‘সে ক্ষেত্রে সরকারের ঘোষণাকে রোডম্যাপ মনে হয় কি না আপনারা চিন্তা করুন।
অন্যদিকে এই সরকারের কোনো কোনো উপদেষ্টার নির্দিষ্ট একটা দলের প্রতি ঝোঁক থাকায় ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি এভাবে চলতে থাকলে এই সরকারের অধীনে রাজনৈতিক দলগুলো নির্বাচনে যাবে কি না, সেই প্রশ্নও সামনে আসতে পারে।’