শাহবাগের মেট্রোরেলের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালের সামনের মেট্রোরেলের সিঁড়ির নিচের ফুটপাত থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

chardike-ad

পরবর্তীতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই নারীর বয়স আনুমানিক ৩০ বছর।

বিষয়টি নিশ্চিত করে রমনা থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান। তিনি বলেন, ‘আজ রাতের দিকে খবর পেয়ে ওই নারীকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান ওই নারী আর বেঁচে নেই।’

তিনি আরো জানান, বারডেম হাসপাতালের আশপাশের লোকদের জিজ্ঞেস করে ওই নারীর পরিচয় জানতে পারিনি পুলিশ। তাই প্রযুক্তির সহায়তায় তাঁর নাম পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।