Search
Close this search box.
Search
Close this search box.

jsc exam 2014চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা ২রা নভেম্বর থেকে শুরু হবে। বুধবার ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার সূচি প্রকাশ করেছে।

সূচি অনুযায়ী, ২ নভেম্বর বাংলা প্রথম পত্র, ৩ নভেম্বর বাংলা দ্বিতীয় পত্র, ৫ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৯ নভেম্বর গণিত/সাধারণ গণিত পরীক্ষা হবে। ১০ নভেম্বর হবে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দুধর্ম শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধধর্ম শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্টধর্ম শিক্ষা পরীক্ষা।

chardike-ad

১১ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১২ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, আরবি, সংস্কৃত, পালি এবং ১৩ নভেম্বর চারু ও কারুকলা পরীক্ষা নেয়া হবে। এছাড়া ১৬ নভেম্বর বিজ্ঞান/সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এবং ১৮ নভেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা রাখা হয়েছে। সব পরীক্ষাই হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।