ইসরাইলি হামলায় আরও ৩৯ ফিলিস্তিনির মৃত্যু, নিহত ৬১ হাজার

 

chardike-ad

গাজা উপত্যকায় দিন দিন হামলা জোরালো করছে ইসরাইলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে হামলা চালিয়ে ৩৯ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এতে নিহতের সংখ্যা প্রায় ৬১ হাজারে পৌঁছেছে।

সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এ খবর দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বলছে, হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৫০ হাজার ৯৩৮ ফিলিস্তিনি। যাদের বেশির ভাগই নারী ও শিশু।

এছাড়া সর্বশেষ হামলায় আতহ হয়েছেন ১১৮ জন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৬ হাজার ২৭৪ জনে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। ইসরাইলি বাহিনীর তৎপরতার ফলে তাদের কাছে উদ্ধারকারী দল পৌঁছাতে পারছে না।

প্রায় ১৫ মাস যুদ্ধ চলার পর জানুয়ারিতে একটি ভঙ্গুর যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরাইল। যার প্রথম ধাপ শেষ না হতেই গত ১৮ মার্চ একতরফাভাবে যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করে পুনরায় হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। দিন দিন তাদের হামলা জোরদার করা হচ্ছে।

এসময়ের মধ্যে এক হাজার ১৩ জন নিহত ও চার হাজার ২০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। জানুয়ারির যুদ্ধবিরতির আওতায় উভয় পক্ষই কিছু বন্দি মুক্তি দিয়েছে। গত নভেম্বরে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

পাশাপাশি তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এছাড়া ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগও রয়েছে। যদিও তা তোয়াক্কা না করেই উপত্যকাটিতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।

এদিকে ফিলিস্তিনি সরকারের তথ্যের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে মৃতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়ে গেছে। বলেছে, এখনও হাজারের ওপর ফিলিস্তিনি নিখোঁজ। ধারণা করা হচ্ছে তারা নিহত হয়েছেন।