কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) কোরিয়ায় ফেরী ডুবিতে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য ৯লাখ টাকা অনুদান দিয়েছে। গতকাল কেবিসিসিআই প্রেসিডেন্ট এস এম কামাল উদ্দিন বাংলাদেশস্থ কোরিয়ার রাষ্ট্রদূত লি’র কাছে অনুদানের অর্থ হস্তান্তর করেন। কেবিসিসিআই’র মেম্বার সদস্যরা এই অর্থ প্রদান করেন।
কেবিসিসিআই প্রেসিডেন্ট এস এম কামাল উদ্দিন বলেন দুই দেশের পারস্পরিক সহযোগিতার অংশ হিসেবে কোরিয়ার দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্যই এই ফান্ড করা হয়েছে। এর উত্তরে রাষ্ট্রদূত লি কোরিয়ান সরকারের পক্ষ থেকে কেবিসিসিআইকে ধন্যবাদ জানিয়ে বলেন অনুদানের অর্থ ক্ষতিগ্রস্থদের জন্য অনেক বড় একটি সাহায্য হবে।