পহেলা বৈশাখকে সামনে রেখে রাজধানীর মানিক মিয়ায় ড্রোন শো

 

chardike-ad

 

পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ব্যতিক্রমী ড্রোন শোর আয়োজন করেছে সরকার। এর প্রস্তুতি হিসেবে গতকাল শনিবার (১২ এপ্রিল) রাতে সংসদ ভবন এলাকায় পরীক্ষামূলক ড্রোন শো অনুষ্ঠিত হয়েছে।

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী রাত ১০টা ১৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ড্রোন শোর কিছু ছবি শেয়ার করেন।

ফারুকী লেখেন, ‘আজকের ড্রোন শোর কিছু ঝলক! এটি পুরো শোর কেবল এক ঝলক মাত্র। ১৪ এপ্রিল, বিকেল ৩টায়, মানিক মিয়া এভিনিউয়ে ড্রোন শো আর লাইভ মিউজিকের অসাধারণ এক প্রদর্শনী দেখার আমন্ত্রণ রইলো।’

 

তিনি আরও জানান, ‘এই ড্রোন শো চীনের দূতাবাসের পক্ষ থেকে একটি উপহার।’