সন্দেহজনক দুই আউটের ম্যাচ তদন্ত শুরু করেছে বিসিবি

 

chardike-ad

 

সরাসরি বা খালি চোখে দেখলেও আউট দুটি যে কারও কাছে সন্দেহজনক মনে হবে। আর যদি টিভি রিপ্লেতে বিভিন্ন দিক থেকে দেখা যায়, তাহলে কেউ ফিক্সিংয়ের গন্ধও পেতে পারেন। কিন্তু তথ্য, প্রমাণ ছাড়া এমন অভিযোগের ভিত্তি নেই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচের বিতর্কিত স্টাম্পিং আউট দুটির পেছনে কী আছে, সেটা উদঘাটন করতে ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এটা জানিয়েছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবি নতুন করে খেলার সততা ও নৈতিকতার মানদণ্ড, সবকিছুর ওপরে রাখার প্রতিশ্রুতির কথা জানাচ্ছে। কোনো ধরনের দুর্নীতি ও খেলার স্পিরিটকে ক্ষুণ্ন করে, এমন কোনো ঘটনার বিষয়ে জিরো টলারেন্স নীতি আছে বিসিবির।’ বৃহস্পতিবার মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠে বিতর্কিত আউট হওয়া দুই ব্যাটসম্যানকে ক্যামেরার সামনে একইভাবে আউট হওয়ার দৃশ্য দেখাতে বলেন তদন্ত সংশ্লিষ্টরা। দুই ব্যাটসম্যান সেটা করেও দেখিয়েছেন।

ঘটনার তদন্ত ও পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিসিবির বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিবির দুর্নীতিবিরোধী বিভাগ ও লিগের টেকনিক্যাল কমিটি একটি তদন্ত শুরু করেছে ম্যাচে কোনো অনিয়ম হয়েছে কি না, তা দেখতে। সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রমে খেলায় সততা ও নিয়মানুবর্তিতা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত প্রতিবেদনের ওপর নির্ভর করে বিসিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’

বুধবার মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের বিতর্কিত আউটের প্রথমটি শাইনপুকুরের ইনিংসের ৩৬তম ওভারের। গুলশানের স্পিনার নিহাদুজ্জামানের একটি ডেলিভারি খেলার জন্য ক্রিজ ছেড়ে অনেকটা বেরিয়ে চলে যান রহিম আহমেদ। টার্ন করা ডেলিভারিটি ছিল বেশ বাইরে, রহিম বলের কাছে যাওয়ার চেষ্টাই করেননি। শট খেলতে চেয়েছেন, এমনও নয়। ডিফেন্স করার চেষ্টা করলেও বল টার্ন নিয়ে বেরিয়ে যায়। এরপর ক্রিজে ফেরার চেষ্টা করেননি রহিম। এগিয়ে থাকা জায়গা থেকেই হাঁটা দেন ড্রেসিং রুমে, একবার ঘুরে পেছনেও তাকাননি তিনি।

৪৪তম ওভারের স্টাম্পিংটি ছিল আরও দৃষ্টিকটু ও সন্দেহজনক। প্রথম বলটি অফ স্টাম্পের বেশ বাইরে করেন গুলশানের অভিজ্ঞ অলরাউন্ডার নাঈম ইসলাম। ক্রিস ছেড়ে বেরিয়ে গেলেও শট খেলার কোনো চেষ্টা করেননি ব্যাটসম্যান মিনহাজুল আবেদিন সাব্বির, বলটি ফেরানোর চেষ্টাও ছিল না তার। ক্রিজের বাইরে যাওয়া মিনহাজুল হাঁটু গেড়ে বসে বল ছেড়ে দেন। বল পেছনে চলে যাচ্ছিল, তিনি তাকিয়ে দেখছিলেন। বাঁচার সুযোগ থাকার পরও ব্যাট ক্রিসে রাখেননি শাইনপুকুরের এই ক্রিকেটার। বরং দেখে মনে হয়েছে, ক্রিজে ব্যাট না রাখার চেষ্টাই ছিল তার! মিনহাজুল শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলে ৫ রানের জয়ে সুপার লিগ নিশ্চিত হয় গুলশানের।

এমন আউট দেখে বিস্ময়ভরা কণ্ঠে ধারাভাষ্যকার বলছিলেন, ‘শকিং! এর আগে আমি কখনও এমন কিছু দেখিনি।’ এমন আউটকে লজ্জাজনক বলেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান শামসুর রহমান শুভ। আউটের ভিডিও পোস্ট করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘সিরিয়াসলি শেইম…!’ বিতর্কিত আউট দুটির ভিডিও পোস্ট করে জাতীয় দলের সাবেক অধিনায়ক শাহরিয়ার নাফিস লিখেছেন, ‘ছি’।