৯০ দিন শুল্ক স্থগিতের ‘অনুরোধ রাখায়’ ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

chardike-ad

 

অধিকাংশ দেশের ওপর আরোপিত পরাস্পরিক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

এক্স-এ (পূর্বের টুইটার) একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টকে (পোটাস) মেনশন করে প্রধান উপদেষ্টা লিখেছেন, ‘শুল্ক স্থগিতের জন্য আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, মি. প্রেসিডেন্ট।’

পোস্টটিতে আরও বলা হয়েছে, ‘আপনার [ট্রাম্প] বাণিজ্য এজেন্ডাকে সমর্থন জানিয়ে আমরা [বাংলাদেশ] আপনার প্রশাসনের সঙ্গে কাজ চালিয়ে যাব।’

বুধবার (৯ এপ্রিল) চীন ছাড়া অন্যান্য সকল দেশের জন্য শুল্ক ৯০ দিন স্থগিতের ঘোষণা দেন ট্রাম্প। তবে চীনের ওপর শুল্ক বাড়ানো হবে বলে জানান তিনি।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে লেখেন, ‘বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান প্রদর্শন করেছে, তার কারণে আমি এতদ্বারা চীনের ওপর আরোপিত শুল্ক ১২৫ শতাংশে উন্নীত করছি, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।’

এ ঘোষণার কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার অফিসিয়াল এক্স হ্যান্ডেল ও ফেসবুক পেইজ থেকে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ দিয়ে পোস্ট করা হয়।

উল্লেখ্য, গত সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত করার অনুরোধ জানিয়ে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত সপ্তাহে ট্রাম্প বিশ্বের কয়েক ডজন দেশের ওপর তথাকথিত পারস্পরিক শুল্ক (রেসিপ্রোকাল ট্যারিফ) আরোপের ঘোষণা দেন। এর আওতায় বাংলাদেশের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এ ‘বাণিজ্যযুদ্ধের’ প্রতিক্রিয়ায় বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে আলোচনার জন্য প্রস্তুতি নিতে শুরু করে।

তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ৫ এপ্রিল মার্কিন প্রেসিডেন্টকে চিঠি দিয়ে প্রস্তাবিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানায়। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শূন্য শুল্ক কার্যকরের প্রতিশ্রুতিও দেয় দেশটি।

এছাড়া ৪৯ শতাংশ শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় কম্বোডিয়া বেশ কয়েকটি বিভাগের মার্কিন পণ্যের ওপর সর্বোচ্চ ৩৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ পর্যন্ত শুল্ক হ্রাসের প্রস্তাব দেয়।

এদিকে ভারত ও যুক্তরাষ্ট্র ২০২৫ সালের শরৎকালের (ফল) মধ্যে একটি বহুমুখী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তার এ শুল্ক আরোপের ফলে বিশ্বব্যাপী দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিষয়ে নতুন করে আলোচনায় বসতে বাধ্য হবে।