এই বছর অপ্রতিরোধ্য গতিতে ছুটছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বুধবার উড়তে থাকা কাতালানদের প্রতিপক্ষ বরুশিয়া ডর্টমুন্ড। ঘরোয়া লিগে জার্মান দলটি ধুঁকতে থাকলেও ইউরোপিয়ান প্রতিযোগিতায় প্রবল প্রতিপক্ষ হয়ে ওঠার সামর্থ্য রাখে গতবারের রানার্স আপরা। প্রথম লেগে এমন প্রতিপক্ষ সামনে পেয়ে নিজেদের মাটিতেই রাখছেন বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বুধবার রাত ১টায়।
এই বছর বার্সা একটি ম্যাচও হারেনি। লা লিগায় তারা শীর্ষস্থান ধরে রেখেছে। হাতে আছে আট ম্যাচ। সামনে রয়েছে কোপা দেল রের ফাইনালও। সব মিলে মৌসুমে চার শিরোপার হাতছানি দলটির সামনে। ফ্লিক অবশ্য বলেছেন, ‘আমরা স্বপ্ন দেখতেই পারি, কিন্তু খেলোয়াড় ও কোচদের পা মাটিতেই রাখতে হবে। আমরা এই বছর অপরাজিত থাকতে চাই। সেজন্য শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা পারফর্ম করা জরুরি।’
গত মৌসুমে ডর্টুমন্ডকে হারিয়েই রেকর্ড ১৫তমবারে মতো শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। যদিও ঘরোয়া ফুটবলে তার ছাপ নেই। পয়েন্ট টেবিলে অবস্থান আট নম্বরে। এই সপ্তাহে জার্মান সেন্টার ব্যাক নিকো শ্লটারবেকের ইনজুরিতে আরও বড় ধাক্কা খেয়েছে তারা। তারপরেও ডর্টমুন্ডকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন ফ্লিক, ‘নিকোর ছিটকে যাওয়া দুঃখজনক। কিন্তু ডর্টমুন্ডের আরও মানসম্পন্ন খেলোয়াড় আছে। সেজন্যই তারা কোয়ার্টার ফাইনালে। এসব খেলোয়াড়ের অনুপস্থিতি হয়তো খুব কমই প্রভাব ফেলবে।’
বার্সাকে এগিয়ে রাখছে অতীত পরিসংখ্যান। ইউরোপিয়ান প্রতিযোগিতায় ৫ লড়াইয়ে তাদের হারাতে পারেনি ডর্টমুন্ড। জয় ৩টি, ড্র ২টি। এই মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার গোলের সংখ্যাও ৩২।
রাতে কোয়ার্টার ফাইনালের অন্য ম্যাচে মুখোমুখি হবে পিএসজি ও অ্যাস্টন ভিলা। প্রথম লেগের ম্যাচটাও শুরু হবে রাত ১টায়।