সরদার আকতার হামিদ গ্রামীণ ব্যাংকের নতুন এমডি

 

chardike-ad

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন সরদার আকতার হামিদ। এর আগে তিনি সাজেদা ফাউন্ডেশনে চিফ অপারেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স ও ব্যাংকিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করার পর আকতার হামিদ ১৯৯৫ সালে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেন। ২০০৫ সালে তিনি ব্র্যাক ব্যাংকে যোগ দেন।

২০১৫ সালে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যাংক এশিয়ায় যোগদান করেন এবং ২০২১ সালে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পান।