গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার (৯ এপ্রিল) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক ফেসবুক পেইজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এসব ঘটনায় আনুষ্ঠানিকভাবে ১০ টি মামলা দায়ের করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এসব ঘটনায় তদন্ত চলমান রয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘এসব ঘৃণ্য কাজের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আরও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।’
পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হত্যাযজ্ঞের প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন জনতা। এসব বিক্ষোভ থেকে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলা চালানো হয়।
এর মধ্যে খুলনা, সিলেট, বরিশাল, কক্সবাজার ও চট্টগ্রামে কেএফসি, ডমিনো’স পিৎজা, বাটা, কোকা-কোলা, পিৎজা হাটসহ একাধিক প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালানো হয়। ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে এসব ফুড চেইন ও ব্যবসা প্রতিষ্ঠানের ওপর হামলা হয়।